ফরিদপুর দুর্গাপুর: আইকিউ সিটি কান্ডে ৩১ দিনের মাথায় চার্জ গঠন করল আদালত
আইকিউ সিটি কান্ডে ৩১ দিনের মাথায় চার্জ গঠন করল আদালত। ১০ দিনের জেল হেফাজত শেষে অভিযুক্ত ছয়জনকে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় সোমবার বিকেল পাঁচটায়। অভিযুক্ত সহপাঠী ওয়াসিফ আলীর আইনজীবী শেখর কুন্ডু নির্দোষের পিটিশন করেন বিচারকের কাছে। তারপরেই বিচারক বেশ কিছুক্ষণের জন্য চলে যান। আবার আদালতে প্রবেশ করে অতিরিক্ত দায়রা আদালতের বিচারক লোকেশ পাঠক জামিনের আবেদন খারিজ করে চার্জ গঠন করার নির্দেশ দেন।