ময়নাগুড়ি: বিশ্বকর্মা পুজোর দিন হাতি পূজায় মেতে উঠলো ডুয়ার্স
বিশ্বকর্মা পুজোর দিন হাতি পূজায় মেতে উঠলো ডুয়ার্স বিশ্বকর্মা পুজোর দিনে ডুয়ার্সের গড়ুমারা জাতীয় উদ্যান সেজে উঠেছিল এক ভিন্ন মেজাজে। সকাল থেকেই সাজো সাজো রব উদ্যান চত্বরে। একদিকে স্পেশাল মেনু রান্না অন্যদিকে সাজগোজের ব্যস্ততা। এই ব্যস্ততা আর কিছু নয় হাতির পূজার ব্যবস্থা।প্রতিবছর বিশ্বকর্মা পুজোর দিন ডুয়ার্সের গরুমারা বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত রামসাই মেদলা ওয়াজ টাওয়ার এলাকায় দুটি কুনকি হাতিকে সাজিয়ে পুজো করলেন মাহুত ও বনকর্মীরা