আরামবাগ: শুরু হল রামকৃষ্ণ সেতুর ভার পরীক্ষার কাজ,তিনফুট জায়গা দিয়ে চলছে বাইক ও হেঁটে পারাপার
শুরু হল রামকৃষ্ণ সেতুর ভার পরীক্ষার কাজ,তিনফুট জায়গা দিয়ে চলছে বাইক ও হেঁটে পারাপার।চরম সমস্যা সাধারণ মানুষ।শুরু হয়েছে রামকৃষ্ণ সেতু সংস্কারের কাজ।রবিবার শুরু হয়েছে সেতু কতটা ভার বহন করতে পারবে সেই পরীক্ষা।সেতুর দুই ধারে চারটি লরি দাড়করিয়ে শুরু হয়েছে পরীক্ষা।লরির মাঝ দিয়ে চলছে বাইক ও হেঁটে মানুষের পারাপার।তবে পুলিশের অপৎকালীন টোটো পরিষেবা চালু আছে রোগীদের জন্য।হেঁটে প্রায় দু'কিলোমিটার যেতে হচ্ছে মানুষকে ফলে চরম সমস্যার পড়তে দেখা যাচ্ছে তাঁদের।