বিলথৈ স্কুল মাঠে, বিলথৈ প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অপর্না নাথ। সঙ্গে ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় কাজল দাস। বিলথৈ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্য লক্ষীকান্ত দাস ও অন্য অন্যরা।
ধর্মনগর: বিলথৈ স্কুল মাঠে বিলথৈ প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অপর্না নাথ - Dharmanagar News