মুরারই ২: পাইকরে তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান সভা অনুষ্ঠিত হল
মুরারই ২ নম্বর ব্লকের জাজিগ্রাম অঞ্চলের কংগ্রেসের পঞ্চায়েত প্রধান সহ আরো দুই জন পঞ্চায়েত সদস্য ও একজন সিপিএমের পঞ্চায়েত সদস্য সহ শতাধিক কংগ্রেস ও সিপিআইএম কর্মীরা, সিপিএম ও কংগ্রেস ছেড়ে এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন, মুরারই বিধানসভার বিধায়ক ডাক্তার মোশারফ হোসেন আইএনটিটিইউসি জেলা সভাপতি ত্রিদিব ভট্টাচার্য।