ভাঙ্গড় থেকে শুরু করে সাতগাছিয়া সমস্ত জায়গায় নিজের স্বার্থে,টিকে থাকার জন্য দলকে ডিভাইডেশন করেছেন শওকাত মোল্লা, এমনটাই অভিযোগ করছেন ক্যানিং পূর্বের একসময়ের দাপুটে তৃণমূল নেত্রী রহিম লস্কর ওরফে বেবী। মঙ্গলবার বিকাল তিনটে নাগাদ তিনি দাবি করছেন তৃণমূলের আসল নেতা কর্মীদের সরিয়ে দিয়েছেন একে একে। পাশাপাশি তিনি বলেন ক্যানিং পূর্বে তাকে দেখেই শওকত মোল্লা চেয়ার হারানোর ভয় পায়। এমনকি শওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন।