মথুরাপুর ২: পাঁচপুকুর মুন্ডাপাড়া এলাকায় ছাদের উপর দিয়ে পায়রা ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু এক বালকের
গ্রামের এক প্রতিবেশীর ছাদের উপর থেকে পায়রা ওড়াতে গিয়ে অসবধানতায় পড়ে গিয়ে মৃত্যু এক বালকের জানা যায় কুমড়াপাড়া অঞ্চলের পাঁচপুকুর মুন্ডা পাড়া এলাকার ১৫ বছর ৭ মাসের ওই বালক প্রতিবেশীর এক ছাদের উপর দিয়ে পায়রা ওড়াছিল হঠাৎই অসাবধানতায় থাকার কারণে ছাদ থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে গুরুতর আহত হয় ওই বালক স্থানীয়রা তড়িঘড়ি ওই বালককে নিয়ে আসেন রায়দিঘী গ্রামীণ হাসপাতালে রায়দিঘী গ্রামীণ হাসপাতালে কর্মরত চিকিৎসক ওই বালককে চিকিৎসার পর মৃত