বালি-জগাছা: গতকাল রাতে লিলুয়া চকপাড়া এলাকায় দুষ্কৃতিদের বোমাবাজির ছবি ধরা পরল সিসিটিভি ক্যামেরায়
গতকাল রাতে হাওড়া ডোমজুড় থানা অন্তর্গত লিলুয়া চকপাড়া এলাকায় দুষ্কৃতীরা বোমাবাজির ঘটনা ঘটায় সেই ঘটনায় ইতিমধ্যে লিলুয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে সোমবার আনুমানিক দুপুর একটা নাগাদ লিলুয়া চকপাড়া এলাকার বোমাবাজির ঘটনার ছবি ধরা পরল সিসিটিভি ক্যামেরা। আর এই সিসিটিভি ক্যামেরার ছবি র নিয়েই তদন্ত শুরু করছে লিলুয়া থানা পুলিশ