বহরমপুর: শিক্ষাঙ্গনে উন্নয়নের জোয়ার,তৃণমূল প্রাথমিক শিক্ষক সেলের জেলা সভাপতি পদে বহাল পার্থসারথি বহরমপুরে বললেন সংবাদমাধ্যমকে
২৬ এর বিধানসভা নির্বাচনের আগেই একাধিক পদের রদ বদল হয়েছে রাজ্য তৃণমূল কংগ্রেসের, রাজ্যের পাশাপাশি জেলার শাখা সংগঠনের একাধিক রদবদল এনেছে তৃণমূল কংগ্রেস। যদিও মুশিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সেলের সভাপতি দায়িত্বে বহাল থাকলেন পার্থসারথি সরকার।