মথুরাপুর ২: গিলেরছাট ও খাড়ী অঞ্চলের জনগণের নিয়ে আমাদের পড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত রায়দিঘির বিধায়ক
রায়দিঘি বিধানসভার মথুরাপুর ২ নম্বর ব্লকের গিলারছাট হালদারপাড়া, ও খাড়ী আদকপাড়া মিলিয়ে প্রায় দুইশত জনগণদের নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়। আজ অর্থাৎ শুক্রবার বেলা ১১ টা ২০ দিনের নাগাদ উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাক্তার অলক জলদাতা ও মথুরাপুর দু'নম্বর ব্লকের ব্লক সভাপতি প্রশান্ত সরকার ও গিলেরছাট অঞ্চলের প্রধান নবীন মাল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। আর আপনার সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি পাবলিক অ্যাপে।