ফরিদপুর দুর্গাপুর: দুর্গাপুরে বেআইনি টোটোদের দাপটে রাস্তায় নৈরাজ্য,দুর্গাপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে গান্ধী মোড়ে বেআইনি টোটো চালকদের ধরলো
দুর্গাপুরে বেআইনি টোটোদের দাপটে রাস্তায় নৈরাজ্য । দুর্গাপুর শহরের রাস্তায় যেন টোটোদের একচ্ছত্র রাজত্ব! রেজিস্ট্রেশন নেই, কাগজপত্র নেই, তবু নির্ভীক গতিতে ছুটে চলে স্কুলগেট থেকে বাজার পর্যন্ত। আর এই বিশৃঙ্খল দাপটেই প্রতিদিন বিপদে পড়ছেন সাধারণ মানুষ, পথচারী, এমনকি স্কুলপড়ুয়ারা। অবশেষে এবার সেই বেপরোয়া টোটোদের লাগাম টানতে নামল দুর্গাপুর ট্রাফিক গার্ড। শুক্রবার দুপুর একটায় গান্ধীমোড় এলাকায় ট্রাফিক বিভাগের বিশেষ অভিযানে একে একে থামানো হয় টোটো চালকদের।