বিনপুর ১: ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে বিনপুরে পালিত হল আইনি পরিষেবা দিবস
ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে বিনপুরে পালিত হল আইনি পরিষেবা দিবস। রবিবার বিকেলে বিনপুর ১ ব্লকের বিনপুর থানা প্রাঙ্গনে আইনি পরিষেবা দিবসে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের ফ্যামিলি জাজ দেবপ্রিয় বসু, ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব রিহা ত্রিবেদী, বেলপাহাড়ীর SDPO অলক কুমার, বিনপুর থানার আইসি প্রশান্ত দাস, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস মাস্টার সুব্রত বারিক, প্যারা লিগাল ভলেন্টিয়ার অনুপম সিংহ প্রমুখ।