গত ১১ই নভেম্বর জিয়াগঞ্জ সদর গ্রামীণ হাসপাতালে প্রাকৃতিক নিয়মের মধ্য দিয়েই জন্ম নেয় জিয়াগঞ্জ বাগডহর রায়চাঁদপুরের বাসিন্দা সুজিত শীল ও তার স্ত্রী পার্বতী শীলের প্রথম কন্যা সন্তান। আর তাতেই আনন্দে মেতে উঠেছে লের তিন ভাইয়ের যৌথ পরিবার। আজ সেই আনন্দেই ঘরের লক্ষীকে জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে বরনের মধ্য দিয়ে নিয়ে যান নিজো বাসোভবনে এবং হাসপাতালে কর্মরত চিকিৎসকদের হাতে ফুল ও পুষ্প স্তবক তুলে