ধর্মনগর: ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে “সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান” কর্মসূচি অনুষ্ঠিত হয়
ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে জেলাস্তরীয় “সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান” কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেনমন্ত্রী সান্তনা চাকমা। তাছাড়া উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ,পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস,বাগবাসা বিধানসভার বিধায়ক যাদবলাল দেবনাথ,ধর্মনগর পৌরপরিষদের চেয়ারম্যান মিতালি রাণী দাস সেন,জেলাশাসক চাঁদনী চন্দ্রন সহ অনান্যরা।