বারাসত ২: কীর্তিপুর ১ পঞ্চায়েতের বিভিন্ন বুথে বাড়িতে গিয়ে ফর্ম বিতরণ BLO দের
বাড়ি বাড়ি গিয়ে ইনিউমেরেশন ফর্ম দেওয়ার কাজ শুরু করল বিএলওরা। মঙ্গল সকাল দশটা থেকে বারাসাত দুই ব্লকের শাসন এলাকার বিভিন্ন বুথে বুথে চলছে এই কাজ। মঙ্গলবার বারাসাত দুই ব্লকের কীর্তিপুর ১ গ্রাম পঞ্চায়েতের অধীন বিভিন্ন বুথে গিয়ে বাড়ি বাড়ি ফর্ম বিতরণ করলেন বিএলওরা, সেই দৃশ্য ধরা পড়ে পাবলিক এপের ক্য্যামেরায়। সঙ্গে রয়েছেন বিভিন্ন বুথ লেভেল এজেন্টরাও।