জামবনি: জামবনিতে বন্দেমাতরম এর ১৫০ বছর উদযাপন বিজেপির
বন্দেমাতরমের ১৫০ বছর উদযাপন বিজেপির। শুক্রবার জামবনি ব্লকের জামবনিতে বন্দে মাতরম এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে পদযাত্রা জামবনি মন্ডল বিজেপির। এদিন বিকেল নাগাদ পদযাত্রা সহ একাধিক অনুষ্ঠানের সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম এর ১৫০ বছর পূর্তি উদযাপন করা হয়। জানা গেছে আজ থেকে ২৬ শে নভেম্বর পর্যন্ত দেশভর এই কর্মসূচি হবে। এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন জামবনি মন্ডল বিজেপির সভাপতি সোমনাথ মাহাত, বিজেপির বিনপুর বিধানসভার কনভেনার পিন্টু সিংহ সহ অন্যান্যর