মথুরাপুর ২: ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে সমুদ্র উত্তাল থাকার কারণে রায়দিঘির যেটিতে এসে পৌঁচেছে একাধিক ট্রলার
কয়েকদিন আগে রায়দিঘি থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল মৎস্যজীবীরা কিন্তু ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকার কারণে রায়দিঘি মনি নদীর ভগবতী জেটিতে এসে পৌঁছেছেন একাধিক মাছ ধরার টলার পাশাপাশি এ বিষয়ে আজ অর্থাৎ বুধবার বিকাল তিনটে নাগাদ রায়দিঘি থেকে পাবলিক অ্যাপে কি বললেন এক মৎস্যজীবী।