ঝাড়গ্রাম: পানীয় জলের সমস্যায় ভুগছে ডাইনমারি গ্রাম, ভরসা পতকুয়ো
পানীয় জলের সমস্যা দূরীকরণের জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া গ্রাম পঞ্চায়েতের ডাইনমারি গ্রামে চার বছর আগে বসানো হয়েছিল দুটি সাব-মার্শিবল পাম্প। অভিযোগ, কয়েক বছরের মধ্যেই একটি সাব-মার্শিবল পাম্পের মটর চুরি হয়ে যায়। আর একটি পাম্প এক বছর থেকে খারাপ হয়ে পড়ে রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ প্রসাশনের কাছে দ্বারস্ত হয়েও সমস্যার সুরাহা হয়নি। শনিবার দুপুরে দেখা গেল ডাইনমারি গ্রামবাসীরা ঘোলাটে পাতকুয়োর জল খাচ্ছে।