বারাবনী: আসানসোলে টোটো চালকদের বিক্ষোভ নেতৃত্বে INTTUC নেতা রাজু আলুওয়ালিয়া
আসানসোলে টোটো চালকদের বিক্ষোভ নেতৃত্বে INTTUC নেতা রাজু আলুওয়ালিয়া গত কয়েকদিন থেকে আসানসোল শিল্পাঞ্চল এলাকায় প্রায় ১৫০টি মত টোটো এবং ই রিক্সা ধরেছে আসানসোল RTO রেজিস্ট্রেশনের নাম করে তারই প্রতিবাদে আজ দুপুর ১২টায় আসানসোলের BNR মোড়ে বেশ সংখ্যা টোটো ও ই রিক্সা চালকেরা বিক্ষোভ দেখালো। এতে নেতৃত্বে ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠন INTTU নেতা রাজু আলুওয়ালিয়া। শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া জানিয়েছেন আসানসোল RTO রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করছে যখন আগামী ৩০তারিখ পর্য