দুবরাজপুর: সাত দফা দাবিতে উত্তাল দুবরাজপুর! পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ BJP-র
সাত দফা দাবিকে সামনে রেখে দুবরাজপুর পৌরসভায় ডেপুটেশন দিল বিজেপি। মঙ্গলবার শহর জুড়ে এক বিক্ষোভ মিছিল বের করে দলীয় কর্মীরা। পরবর্তীতে পৌরসভা প্রাঙ্গণে অবস্থান বিক্ষোভে অংশ নেন তারা।বিজেপির প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে PMAY URBAN প্রকল্পে প্রকৃত উপভোক্তাদের পাকা ঘর প্রদান, শহরের আবর্জনা ও নর্দমা নিয়মিত পরিষ্কার, জলাজমি বুজিয়ে নির্মাণ বন্ধ ও পুকুর সংস্কার, টোলট্যাক্সের টাকায় রাস্তা সংস্কার, স্বাস্থ্য পরিষেবা ও অ্যাম্বুলেন্স সংখ্যা বৃদ্ধি সহ একাধিক দাবি।