পাড়া: আনাড়া অঞ্চল বিজেপির কার্যকর্তাদের নিয়ে বিজেপির দলীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠক
Para, Purulia | Nov 1, 2025 পাড়া বিজেপির মন্ডল চার এর উদ্যোগে আনাড়া অঞ্চল বিজেপির কার্যকর্তাদের নিয়ে শনিবার বিকেল চারটে নাগাদ আনাড়া দলীয় কার্যালয়ে এক বিশেষ সাংগঠনিক আলোচনা বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে আগামী দিনের বিভিন্ন কর্মসূচি সহ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দলের সংগঠনকে আরো ভালোভাবে মজবুত করতে বিশেষ আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শিব শম্ভু বাউরী, জেলা কমিটির সদস্য টোটন মুখার্জি , জয়দেব গঁরাই, স্বপন রায়, খোকন বাউরী,জেনারেল সেক্রেটারি সহদেব বাউরী,ত্রিলোচন মাঝি,