রতুয়া ১: পাকা ধান কেটে জমিতে রাখা অবস্থাতেই জলে ডুবলো জমির, ব্যাপক আর্থিক ক্ষতির মুখে রতুয়ার চাষিরা
ধান পেকে যাওয়ার পর সেই ধান কেটে জমিতেই রাখা ছিল চাষীদের। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগে সেই জমি শহর ধন সবকিছু জলের তলায় চলে যেতে ব্যাপক আর্থিক ক্ষতি মুখে পড়ল রতুয়ার বিস্তীর্ণ এলাকার চাষীরা। বিঘের পর বিঘে কেটে রাখা ধান জলে ডুবেছে আর এতেই মাথায় হাত পড়েছে চাষীদের। প্রবল প্রাকৃতিক দুর্যোগে বৃষ্টিপাত হয় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে চাষিরা। সরকারিভাবে এই ক্ষতিগ্রস্ত চাষীদের সহযোগিতা করুক প্রশাসন এমনটাই দাবি চাষীদের।