ফরিদপুর দুর্গাপুর: দুর্গাপুরের ৩০ নং ওয়ার্ডে গোপাল মাঠের বাসিন্দা মনুর আবিষ্কার টাইটানিক জাহাজ, জাহাজ দেখতে পুকুরে ভিড় এলাকাবাসীদের
বিদেশে নয় দেশের মাটিতে জাহাজ গ্রামের পুকুরে। দুর্গাপুরের গোপালমাঠ ৩০ নম্বর ওয়ার্ড ফুলের সাজের ব্যবসায়ী মনুর আবিষ্কার। টাইটানিক জাহাজ তৈরি করে গ্রামের মানুষদের নিয়ে পুকুরের মধ্যে ঘুরে বেড়াতে দেখা গেল রবিবার দুপুর তিনটের সময়। যা দেখতে ভীড় জমান আশেপাশের মানুষজন। মনুর তাক লাগানো এই আবিষ্কারে এলাকার মানুষের মন জয় করে নিয়েছে। থারমোকল দিয়ে তৈরি এই জাহাজের রূপ দেখে হতবাক এলাকার মানুষ।