ধর্মনগর: কাঞ্চনপুরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো অত্যাধুনিক সুবিধাযুক্ত মার্শাল মাসল ফেক্টোরি নামে নতুন জিম সেন্টারের
বুধবার কাঞ্চনপুরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো অত্যাধুনিক সুবিধাযুক্ত মার্শাল মাসল ফেক্টোরি নামে নতুন জিম সেন্টারের। নতুন জিম সেন্টারের ফিতা কেটে দ্বারোৎঘাটন করেন মহকুমা শাসক ডাঃ দীপক কুমার। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক আশীষ কুমার ঠাকুর,জিমের কর্নধার তুষার বড়ুয়া, কাঞ্চনপুর বাজার কমিটির সম্পাদক টাবলু বড়ুয়া,এম.ডি.সি স্বপ্না রানী দাস,সমাজসেবী অরুণ নাথ, লিপিকা বড়ুয়া, কাঞ্চনপুর থানার ওসি শ্রীকান্ত রুদ্রপাল।