মুরারই ২: জাজিগ্রাম অঞ্চলের গগনপুর গ্রামে জগদ্ধাত্রী পুজোর সপ্তমী উপলক্ষে জগদ্ধাত্রী ঠাকুরের বিশেষ পুজোপাঠ চলছে
আজ ২৮ অক্টোবর মঙ্গলবার আনুমানিক সকালে দিক থেকে। বীরভূম জেলার মুরারই ২ ব্লকের অন্তগত জাজিগ্রাম অঞ্চলের।গগনপুর গ্রামে জগদ্ধাত্রী পুজোর সপ্তমী পুজোর প্রথমে।গগনপুর গ্রামে কালীতলা পুকুর থেকে শোভাযাত্রা মাধ্যমে ঘট ভরে আনা হয়েছে।তার পরে এদিন সকালে দিক থেকে গগনপুর গ্রামে ।জগদ্ধাত্রী পুজোর সপ্তমী পুজো উপলক্ষে জগদ্ধাত্রী ঠাকুরের বিশেষ পুজোপাঠ শুরু হয়েছে। উপস্থিত আছেন গগনপুর গ্রামবাসীরা। সেই চিত্র উঠে আসলো আমাদের পাবলিক অ্যাপের ক্যামেরায়।