সিউড়ি ১: বক্কেশ্বর ব্রিজের বেহাল অবস্থা, ব্রিজের ওপরে জমে রয়েছে জল, ঝুঁকিপূর্ণ ভাবে যাতায়াত করছে বিভিন্ন যানবাহন
Suri 1, Birbhum | Sep 17, 2025 ১৪ নম্বর জাতীয় সড়কের ওপর থাকা বক্কেশ্বর ব্রিজের বেহাল অবস্থা। পাশাপাশি বৃষ্টির ফলে জমেছে জল ব্রিজের ওপরে। সেই ব্রিজের উপর দিয়েই ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছে বিভিন্ন ছোট থেকে বড় যানবাহন। বুধবার দিন এমনটাই ছবি ধরা পড়েছে বক্কেশ্বর ব্রিজের।