মুর্শিদাবাদ জিয়াগঞ্জ: বর্তমান শাসক দলের মধ্যেই লালবাগের একাধিক হোটেলে মধুচক্রের আসর বসতো,বিস্ফোরক মুর্শিদাবাদ সাংগঠনিক বিজেপি সভাপতির
লালবাগের একাধিক হোটেলেই মধুচক্রের আসর বস তো শাসক দলের মদতে,অ্যাকশনের প্রশাসন এতে যুক্ত ছিল। বর্তমান লালবাগ থানার পুলিশ আধিকারিক বিষয়টি অন্য চোখে দেখছে যার কারণে এখন হচ্ছে রেড, এমনই এক বিস্ফোরক মন্তব্য করলেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সৌমেন মন্ডল। গতকাল রাত্রে লালবাগ থানার পুলিশ আধিকারিক লালবাগের একাধিক ঘটলে রেড করার পর হাতে এসেছে, সিরাজ-উদ-দৌলা রোডে একটি নামি হোটেলে অভিযান চালালে তিনজন দেহব্যবসায়ী মহিলাকে উদ্ধার ও একাধিক গ্রেফতার ।