ভগবানগোলা ২: তোপিডাঙ্গা হাই মাদ্রাসায় প্রযুক্তির নবযুগের সূচনা ও দেশাত্মবোধে উজ্জ্বল সেমিনার!ঔ দুপুর তিনটে নাগাদ সেই ছবি ধরা পড়ে
ভগবানগোলা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ঃ রানীতলা থানার অন্তর্গত তোপিডাঙ্গা হাই মাদ্রাসায় আজ রোববার এক ঐতিহাসিক দিন। শিক্ষার মানোন্নয়ন ও প্রযুক্তিগত উৎকর্ষতাকে সামনে রেখে বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী সেমিনার ও আধুনিক প্রযুক্তি উদ্বোধন অনুষ্ঠান।বিদ্যালয়ে একসাথে তিনটি আধুনিক কম্পিউটার রুম, ৩০টি নতুন কম্পিউটার এবং দুটি উন্নতমানের প্রজেক্টরসহ স্মার্ট ট্যাব সিস্টেম চালু করা হয়েছে। এই যুগান্তকারী উদ্যোগের লক্ষ্য— গ্রামীণ ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষার ধারার