কুলতলি: রক্তদাতাদের উদ্বুদ্ধ করলো এসএমবি প্রগতি সংঘ লটারির মাধ্যমে পুরস্কার জেতার সুযোগ
রক্তদাতাদের উদ্বুদ্ধ করতে কুলতলির সুন্দরবন লাগোয়া গোপালগঞ্জ অঞ্চলের সানকিজাহানের এস এম বি প্রগতি সংঘের ব্যবস্থাপনায় রক্তদাতাদের গিফটের সাথে সোনা জেতার ও সুযোগ করে দিয়েছেন এই ক্লাব সংগঠন । এ রক্তদান নিয়ে কি জানালেন ক্লাব সংগঠন শুনুন তাদের মুখ থেকে।