গোসাবা: আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে শম্ভু নগরে, পঞ্চায়েত সদস্য,অঞ্চল তৃণমূলের নেতৃত্ব,কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠকের আয়োজন
দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের শম্ভু নগরে, আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে শম্ভু নগরে, গ্রাম পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত সদস্য, অঞ্চল তৃণমূলের নেতৃত্ব ও কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন প্রধান ও উপ প্রধান। উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান সুলতা প্রামানিক,উপ প্রধান বরুন প্রামানিক সহ অঞ্চল নেতৃত্বরা।