ধর্মনগর: উত্তর ত্রিপুরায় টেকসই জীবিকায়নের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে পানিসাগরে, উপস্থিত মলিনা দেবনাথ
উত্তর ত্রিপুরায় টেকসই জীবিকায়নের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ত্রিপুরা জাইকা প্রকল্প (SCATFORM) এবং ত্রিপুরা বন বিভাগের যৌথ প্রয়াসে খাকচাং স্বনির্ভর গোষ্ঠী (SHG) পরিচালিত মডেল–II চেকড্যামে মাছের পোনা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত কর্মীরা জানিয়েছেন, এ ধরনের পদক্ষেপ স্থানীয় জনগণকে আর্থিকভাবে স্বনির্ভর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গ্রামাঞ্চলে টেকসই জীবিকা গড়ে তুলতে মাছ চাষ একটি ক