ধূপগুড়ি: বামনটারি লক্ষীকান্ত বাগান এলাকায় অবৈধ চোলাই মদের বিরুদ্ধে অভিযান ডাউকিমারি ফাঁড়ির পুলিশের
অবৈধ চোলাই মদের বিরুদ্ধে অভিযান ডাউকিমারি ফাঁড়ির পুলিশের। মঙ্গলবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে ধূপগুড়ি থানার ডাউকিমারী আউট পোস্টের পুলিশ দল বিশেষ অভিযানে নামে বামনটারী লক্ষীকান্ত বাগান এলাকায়। অভিযানে প্রায় ২০০ লিটার চোলাই মদের উপকরণ ধ্বংস করা হয় এবং অবৈধ মদ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন বাসনপত্র নষ্ট করা হয়। মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ ডাউকিমারি ফাঁড়ির ওসি। জানিয়েছেন এ ধরনের অভিযান লাগাতার চলবে।