মধ্যমগ্রামে ট্রলি ব্যাগে করে খুনের পর মৃতদেহ পাচারের ঘটনায় মা ও মেয়েকে যাবজ্জীবন কারাদণ্ডর সাজা শোনালো বারাসত আদালত।উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের খুনের ঘটনায় আরতী ঘোষ ও তার মেয়ে ফাল্গুনী ঘোষকে নিয়ে আসা হয় সোমবার বারাসাত আদালতে। মধ্যমগ্রামে ট্রলি ব্যাগে করে খুনের পর মৃতদেহ পাচারের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডর সাজা শোনাল বারাসাত আদালত।