পান্ডুয়া: এস আই আর সহায়তা কেন্দ্র করল তৃণমূল মন্ডলাই এক নম্বর বাজার এলাকায়
এস আই আর সহায়তা কেন্দ্র করল তৃণমূল মন্ডলাই এক নম্বর বাজারে। আজ শুক্রবার বেলা একটা নাগাদ এমনই ছবি পান্ডুয়া জামগ্রাম মন্ডলাই গ্রাম পঞ্চায়েতের মন্ডলাই এক নম্বর বাজার এলাকায়। গত চৌঠা নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে এস আই আর এর কাজ। বিএলওরা এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে ঘুরে ভোটারদের হাতে তুলে দিচ্ছেন এ্যনুমারেশান ফর্ম। বিভিন্ন এলাকায় এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানান বিভ্রান্তি,,