মাথাভাঙা ১: মাথাভাঙ্গা থানা পরিদর্শনে এলেন কোচবিহারে নতুন পুলিশ সুপার সন্দীপ কাররা
শনিবার বেলা 12 না নাগাদ মাথাভাঙ্গা থানা পরিদর্শনে এলেন কোচবিহারের নতুন পুলিশ সুপার সন্দীপ কাররা। তিনি এই প্রথম মাথাভাঙা থানার পরিদর্শনে এলেন। এদিন তাকে মাথাভাঙা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অর্নার দাওয়া হয় এবং থানার বিভিন্ন জায়গা ঘুরে দেখেন এবং পরে পুলিশ আধিকারিকদের সাথে কথা বলেন।পড়ে তিনি সেখান থেকে কোচবিহারের উদ্যেশে যান।