নন্দীগ্রাম ১: জন্ম নিয়ন্ত্রণে শুধু নারী নয় পুরুষদের ও এগিয়ে আসতে হবে,আজ একটি ট্যাবলোর উদ্বোধনে বলেন CMOH ডাঃ অসিত কুমার দেওয়ান
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার উদ্যোগে পুরুষ নির্বীজ করনের সচেতনতার লক্ষ্যে একটি সচেতনতা মূলক ট্যাবলোর উদ্বোধন করেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার CMOH ডাঃ অসিত কুমার দেওয়ান এছাড়াও উপস্থিতছিলেন ডাঃ পলাশ কুমার মল্লিক,ডাঃ শংকর প্রদাস মাহাতো, সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিক গন। CMOH ডাঃ অসিত কুমার দেওয়ান তার উদ্বোধনী বক্তব্যে বলেন জন্ম নিয়ন্ত্রণে শুধু নারীরা নয় পুরুষের ভূমিকা রয়েছে। তাই পুরুষ নির্বীজকরনে তাদের এগিয়ে আসার আহবান জানিয়েছ