ডোমজুড়: শলপ পীরডাঙ্গা এলাকায় ৩ মাসের নাতিকে পুকুরে ফেলে খুনের অভিযোগ ঠাকুমার বিরুদ্ধে, গ্রেপ্তার ঠাকুমা
Domjur, Howrah | Nov 25, 2025 তিন মাসের নাতিকে খুনের অভিযোগ ঠাকুমার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শলপ পীরডাঙ্গা এলাকায়। মঙ্গলবার ভোর থেকে ওই তিন মাসের ছেলেকে ঘর থেকে খুঁজে পাচ্ছিল না মা এরপর তারা এলাকায় খোঁজাখুঁজি শুরু করলে আনুমানিক ৭ঃ৩০ নাগাদ বাড়ির পাশে একটি পুকুরে ওই তিন মাসের ছেলেকে ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা তারপর তারা খবর দেন ডোমজুড় থানা পুলিশে ডোমজুড় থানার পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করেছে এই ঘটনায় ডোমজুড় থানা পুলিশ ইতিমধ্যেই ওই তিন মাসের শিশুর ঠাকুমাকে গ্রেফতার করেছে বলে জান