নলহাটি ১: প্রচুর পরিমানে বিষ্ফোরক ভর্তি একটি চারচাকা গাড়ি সংকেতপুর থেকে বাজেয়াপ্ত করল পুলিশ, গ্রেফতার ১
দিল্লি বিস্ফোরণে পরদিনই পশ্চিমবঙ্গের বীরভূমে প্রচুর পরিমানে বিষ্ফোরক ভর্তি একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ। আজ বুধবার বেলা ১১ টা নাগাদ পুলিশ সূত্রে জানা যায় উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে ২০ হাজার জিলেটিন স্টিক। ঘটনাটি ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বীরভূমের নলহাটি থানার সংকেতপুর গ্রামে। ঘটনায় নারায়ণ ঘোষ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে ওই এলাকায় টহলদারি চালানোর সময় পুলিশ চারচাকা গাড়িটি দেখতে পান। গাড়িটি আটক করে পুলিশ ।