হলদিয়া: SIRশুরু হতে হলদিয়া বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি BLOহলদিয়া দেভোগ গ্রাম পঞ্চায়েত এলাকায়
SIR জন্য হলদিয়া বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি BLOসেই চিত্র ধরা পরল মঙ্গলবার বিকেল সাড়ে৩টার সময় । হলদিয়া দেভোগ গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়ি বাড়ি এস আই আর ফরম পৌঁছে দেওয়া হয়।নভেম্বরে ৪ তারিখ থেকে শুরু হয়েছে সারা রাজ্যে এস আই এর ফর্ম বিলি বাড়ি বাড়ি। সেই মতো হলদিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ফর্ম বিলে শুরু করল।