অন্ডাল: অ বাঙ্গালীদের সবথেকে বড় উৎসব ছট মাইয়ার পুজো কে ঘিরে উত্তাল অন্ডাল বাজার, মাছ মাংসের দোকান খোলা রইল অন্ডাল বাজারে
খনি অঞ্চলে ভক্তির সাথে পালিত হচ্ছে অ বাঙ্গালীদের সবথেকে বড় উৎসব ছট মাইয়ার পুজো। এদিকে পুজো উপলক্ষে অন্ডালে মাংস ও মাছের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অন্ডালের বিজেপির তরফে। এ ধরনের ঘটনায় স্বাভাবিক ভাবেই শোরগোল খনি অঞ্চলে। অন্ডাল বাজারে সকাল সাড়ে দশটা থেকেই সরব হয়েছে বাংলা পক্ষ, তৃণমূল ও সিপিএম। বিজেপির বিরুদ্ধে তারা গর্জে উঠেছেন বলছেন আমরা বাঙালি কি খাব কি পড়বো সেটা কি ঠিক করে দেবে বিজেপি।