শ্রীরামপুর-উত্তরপাড়া: হুগলির শ্রীরামপুরে রাধাবল্লভ জিউ-র মন্দিরে শ্রী শ্রী রাধাবল্লভ জিউ-র রাসযাত্রা উৎসব কমিটির রাসযাত্রা উৎসব পালন
হুগলির শ্রীরামপুরে রাধাবল্লভ জিউ-র মন্দিরে শ্রী শ্রী রাধাবল্লভ জিউ-র রাসযাত্রা উৎসব কমিটির রাসযাত্রা উৎসব পালন। শনিবার ভোগ-প্রসাদ গ্রহণ করতে হাজার হাজার মানুষের সমাগম লক্ষ্য করা গেল। যেকোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেট এর অন্তর্গত শ্রীরামপুর থানার পুলিশ আধিকারিকরা। এ প্রসঙ্গে জানালেন রাধাবল্লভ জিউ ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট প্রদোষ চক্রবর্তী।