পান্ডুয়া: তারশ্বরে মাইকের আওয়াজে বৈচির জিটি রোডে হল জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা
তারশ্বরে মাইকের আওয়াজে বৈচির জিটি রোডে হল জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা। আজ শনিবার বৈকাল সাড়ে পাঁচটা নাগাদ এমনই ছবি বৈচির জিটি রোডের চৌমাথায় এলাকায়। আজ শনিবার ছিল পান্ডুয়ার বৈচিতে জগধাত্রী প্রতিমা নিরঞ্জন। সুত্রের খবর বৈচিতে মোট ২৮ টি অনুমোদিত জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে। তারমধ্যে আজ প্রায় কুড়িটিরও বেশি পূজা কমিটির শোভাযাত্রা সহকারে তাদের,,