জামুরিয়া: SIR আবহে শাসকদলের বিধায়কের দুই রাজ্যে দুটি ভোটার কার্ড,যা নিয়ে বিতর্ক পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ায়
SIR আবহে শাসকদলের বিধায়কের দুই রাজ্যে দুটি ভোটার কার্ড।যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া বিধানসভার তৃণমূল বিধায়ক হরেরাম সিং এর এরাজ্যে এবং উত্তরপ্রদেশ রাজ্যে দুটি ভোটার কার্ড রয়েছে।জামুরিয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং নাম পশ্চিম বর্ধমান জেলার পান্ডেবেশ্বর বিধানসভায় নাম রয়েছে অন্যদিকে উত্তরপ্রদেশের বালিয়া জেলার সালেমপুর বিধানসভায় নাম রয়েছে।দুই রাজ্যের শাসকদলের বিধায়কের নাম থাকায় বিতর্ক দেখা দিয়েছে