রামপুরহাট ১: টোটো চালকদের নিয়ে রামপুরহাট ARTO অফিস অভিযান কর্মসূচি,টোটো চালক সংগ্রাম কমিটির
টোটো চালকদের নিয়ে রামপুরহাট ARTO অফিস অভিযান কর্মসূচি, টোটো চালক সংগ্রাম কমিটির পক্ষ থেকে। সোমবার আনুমানিক বেলা ১২ টা নাগাদ রামপুরহাট কলেজ মাঠ থেকে শুরু হয় মিছিল শহর পরিক্রমা করে রামপুরহাট থানা হয়ে রামপুরহাট ARTO অফিসের সামনে আসে। সেখানে বিক্ষোভ অবস্থান চলে। বিক্ষোভ অবস্থানে বক্তব্য রাখেন শ্রমিক নেতা সঞ্জীব বর্মন, সঞ্জীব মল্লিক, অমিতাভ সিং।