ভগবানগোলা ১: টোটো চুরি করে শেষ রক্ষা হল না, ভগবানগোলা থানার পুলিশের হাতে ধরা পড়ল দুই চোর সকাল ১১:৩০ নাগাদ কোর্টে পাঠায়
ভগবানগোলা থানার পুলিশের তৎপরতায় টোটো চুরির মামলায় গ্রেফতার হল দুই অভিযুক্ত। তাদের নাম সমিরুল সেখ (ক্যাকরা) ও রফিকুল সেখ, দুজনেরই বাড়ি লালগোলা থানার অন্তর্গত এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩রা নভেম্বর ভগবানগোলার মেলার সিঁড়ি এলাকা থেকে এক টোটো চুরি হয়। টোটো চালক থানায় অভিযোগ দায়ের করার পরই তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের পরিচয় নিশ্চিত করা হয়। এরপর ভগবানগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী বিশ্বজিৎ হালদার ও সেকেন্ড অফিসা