ধূপগুড়ি: মেটেলী স্পেশাল বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম দেওয়াল পত্রিকা 'কিশলয়' এর প্রকাশ করল মেটেলি অবর বিদ্যালয় পরিদর্শক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান হার মানাবে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকেও। মঙ্গলবার সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেটেলী স্পেশাল বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম দেওয়াল পত্রিকা 'কিশলয়' এর প্রকাশ করা হয়। এদিন ফিতা কেটে পত্রিকাটি প্রকাশ করেন মেটেলির অবর বিদ্যালয় পরিদর্শক বিজয় চন্দ্র রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক অভিজিৎ বসু ও অবর বিদ্যালয় পরিদর্শক বিজয় চন্দ্র রায় ।