ব্যারাকপুর ১: ব্যারাকপুর শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দিরে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে আয়োজিত হলো কুমারী পুজো
ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের স্মৃতি বিজড়িত ১৫০ তম বর্ষে পদার্পণ করা ব্যারাকপুরে পার্ক রোডে অবস্থিত শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দিরে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে আয়োজিত হল কুমারী পুজো। চলতি বছর কুমারী পুজো দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন মন্দিরে এই দিন মা অন্নপূর্ণার ঠাকুর ঘরে প্রথমে পূজিত হন কুমারী এরপর ঠাকুর দালানে পূজা করা হয় কুমারীকে।