বালি-জগাছা: হাওড়া পৌরসভা সালকিয়া এলাকায় তিন নম্বর ওয়ার্ডে বৈধ ভোটার হওয়া সত্বেও নাম নেই ভোটার লিস্টে আতঙ্কে পরিবার
এবার বৈধ ভোটার হওয়া সত্বেও নাম নেই ভোটার লিস্টে। যদিও পরিবারের বাকি সকলের নাম আছে ভোটার লিস্টে। এই ঘটনায় আতঙ্কে ভুগছেন সালকিয়া ধর্মতলার বাসিন্দা বুদ্ধদেব সাউ (৩৫)। আতঙ্কে না খাওয়া ভুলে গেছে এই যুবক। হাওড়া পুরসভার তিন নম্বর ওয়ার্ডের ধর্মতলা এলাকার বাসিন্দা বুদ্ধদেব সাউ। বাড়িতে মা ছাড়াও দাদা বৌদি এবং স্ত্রী আছেন।