মুরারই ১: কানাইপুর গ্রামে বুথ কর্মী ও গ্রামের সমস্ত ভোটারদের SIR নিয়ে আলোচনা
মুরারই এক নম্বর ব্লকের মহুরাপুর অঞ্চলের কানাইপুর গ্রামে বুথ কর্মী ও সমস্ত ভোটের দের নিয়ে এদিন 4 নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় SIR নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন, মহুরাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হুমায়ুন কবির সহ মহুরাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।