নলহাটি ১: SIR নিয়ে সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা শুনতে নলহাটিতে উপস্থিত বীরভূম সংসদ শতাব্দী রায়
SIR নিয়ে সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা শুনতে নলহাটিতে উপস্থিত বীরভূম সংসদ শতাব্দী রায়। আজ বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ নলহাটি তৃনমূল দলীয় কার্যালয়ে আসেন বীরভূম সংসদ শতাব্দী রায়, দলীয় কার্যালয়ে উপস্থিত নলহাটি তৃনমূল নেতৃত্বদের সংগে দেখা করেন এবং সেখানে উপস্থিত এলাকাবাসীর SIR নিয়ে যে সমস্ত জিজ্ঞাসাবাদ ছিল সেইগুলি নিয়ে তাদের সঙ্গে কথা বলেন সাংসদ। তারপরে তিনি স্থানীয় নেতৃত্বদের সঙ্গে নিয়ে নলহাটি ১ ব্লকের চামটিবাগান সহ বিভিন্ন এলাকায় যান ।